Emergency Call Box: বোতামে চাপ দিলেই সাহায্য মিলবে পুলিশের, পাটনায় বসল 'জরুরি কল বক্স' (দেখুন ভিডিও)
পাটনার রাস্তায় পথ চলতি মানুষদের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান যানজটের থেকে স্বস্তি দিতে শুরু হয়েছে জরুরিভিত্তিক কল বক্সের। বর্তমানে পাটনার ৫১টি জায়গায় এই সুবিধা দেওয়া হয়েছে।
পাটনার রাস্তায় পথ চলতি মানুষদের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান যানজটের থেকে স্বস্তি দিতে শুরু হয়েছে জরুরিভিত্তিক কল বক্সের। বর্তমানে পাটনার ৫১টি জায়গায় এই সুবিধা দেওয়া হয়েছে। এর অধীনে, এই বক্সের হেল্প বোতাম টিপে, দুটি বীপ পরে সাহায্য চাওয়া যাবে। এই বক্সের মাধ্যমে সাহায্যপ্রার্থী ICCC-তে বসা অফিসারের সাথে সরাসরি কথা বলতে পারবে। যা যে কোন রকম সমস্যায় সাধারণ মানুষের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। বিহার পুলিশের তরফে একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বোতামে প্রেস করে আপনি আপনার সমস্যার কথা ওই অফিসারকে জানাতে পারেন। অফিসার আপনার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে আপনার অবস্থান সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য নিকটস্থ থানায় দেওয়া হবে এবং সেখান থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।
দেখুন সেই ডেমো ভিডিও-