Elon Musk: গুগল প্রতিষ্ঠাতা সার্জিই ব্রিনের স্ত্রী-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ইলন মাস্কের? কী বললেন টেসলা প্রধান
টেক দুনিয়ার খবরকে ছাপিয়ে টেসলা প্রধান ইলন মাস্ক এখন পেজ থ্রি-র শিরোনামে। জোর খবর, মাস্ক এখন ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিনে-র স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে।
টেক দুনিয়ার খবরকে ছাপিয়ে টেসলা প্রধান ইলন মাস্ক এখন পেজ থ্রি-র শিরোনামে। জোর খবর, মাস্ক এখন ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিনে-র স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে। সম্প্রতি দু জনেই ঘুরতে গিয়েছেন বলে খবর। খবর এতটাই তীব্র যে খোদ মাস্ক যে বিবৃতি দিতে বলতে হল, ব্রিনের স্ত্রীর নিকোলকে তিনি চিনলেও কোনও রকম বিশেষ সম্পর্ক নেই। দু বার বিয়ের পাশাপাশি অ্যাম্বার হার্ড সহ হলিউডের তাবড় সুন্দরীদের সঙ্গে ডেট করেছেন স্পেস এক্স, বোরিং কোম্পানির প্রধান মাস্ক। আরও পড়ুন-চেপে রয়েছেন চালক, ওই অবস্থাতেই স্কুটি ক্রেনে করে তুলল ট্র্য়াফিক পুলিশ; দেখুন ভিডিও
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)