Elephant Attack in Tamil Nadu: তামিলনাড়ুর টাইগারভ্যালিতে হাতির হানা, বাইক নিয়ে কেরামতির জেরে মৃত্যু জার্মান পর্যটকের

মঙ্গলবার টাইগারভ্যালিতে আচমকাই একটি হাতি বেরিয়ে আসে। আতঙ্কে রাস্তার উভয় পাশে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। এমন সময়ে মাইকেল বাইক ছুটিয়ে সমস্ত সতর্কতা উপেক্ষা করে সামনে এগিয়ে যায়।

Elephant Attack in Tamil Nadu (Photo Credits: X)

Elephant Attack in Tamil Nadu: হাতির হামলায় তামিলনাড়ুতে মৃত্যু হল এক বিদেশি পর্যটকের। কোয়েম্বাটোরের (Coimbatore) ভালপারাইরেঞ্জে টাইগারভ্যালিতে দাঁতালের প্রকাণ্ড তাণ্ডবের শিকার হন এক জার্মান পর্যটক। মৃত্যু হয়েছে বছর ৭৭-এর মাইকেল জারকেনের। মঙ্গলবার টাইগারভ্যালিতে আচমকাই একটি হাতি বেরিয়ে আসে। আতঙ্কে রাস্তার উভয় পাশে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। এমন সময়ে মাইকেল বাইক ছুটিয়ে সমস্ত সতর্কতা উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। দ্রুত গতির বাইকটি দেখে হাতি আরও উগ্র মূর্তি ধারণ করে। শুঁড় এবং দাঁত দিয়ে ধাক্কা মেরে বাইক-সহ মেইকেলকে ফেলে দেয় হাতি। দাঁতালের হামলায় গুরুতম জখম হন প্রবীণ পর্যটক। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্যে প্রথমে নিয়ে যাওয়া হয় ওয়াটারফলস এস্টেট হাসপাতালে। সেখান থেকে পরে পোলাচি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীনই মারা যান জার্মান পর্যটক।

হাতির হামলায় মৃত্যু বিদেশি পর্যটকেরঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now