Bhagavad Gita In Schools: রাজ্যে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ানো হবে ভগবত গীতা, ভিডিয়োতে শুনুন গুজরাটের শিক্ষামন্ত্রীর বক্তব্য

রাজ্যের সমস্ত স্কুলে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত ভগবত গীতা পড়ানোর সিদ্ধান্ত নিল গুজরাট সরকার।

Photo Credits: pixahive

রাজ্যের সমস্ত স্কুলে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত ভগবত গীতা (Bhagawad Gita) পড়ানোর সিদ্ধান্ত নিল গুজরাট সরকার (Gujarat government)।

এপ্রসঙ্গে শুক্রবার গান্ধীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুজরাটের শিক্ষামন্ত্রী প্রফুল পানশেরিয়া (Gujarat Education Minister Praful Pansheriya) বলেন, "মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের (CM Bhupendra Patel) নির্দেশে গুজরাট সরকার ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ভগবত গীতা পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী সিলেবাস (syllabus) তৈরি করে আজই চালু করা হয়েছে। ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের গীতার শিক্ষা সম্পর্কে সচেতন করতে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে।" আরও পড়ুন: Maryada Purushottam Shri Ram International Airport: মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু পরীক্ষামূলক বিমান চলাচল, অযোধ্যার ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: