Dussehra festival 2022: রাস্তা জুড়ে রাবণের মাথা, দশেরা উৎসবের আগে প্রস্তুতিতে ব্যস্ত রঘুবীর নগরের শিল্পীরা

দশমীর দিন পালন হয় দশেরা বা রাবণ বধের পালা, হাতে সময় মাত্র ৮ দিন তাই রঘুবীর নগরের শিল্পীরা এখন থেকেই তাঁর প্রস্তুতিতে মগ্ন।

Photo Credit_Twiter(ANI)

নবরাত্রির সূচনা মানেই নয় দিন ধরে দেবীর আরাধনা। কিন্তু এই আরাধনার অন্তিম লগ্নে উপস্থিত হয় দশেরা। রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে রাম অকাল বোধন করে দেবীকে পুজো করেছিলেন। সেই যুদ্ধের শেষ দিন অর্থাৎ দশমীর দিন হয়েছিল রাবণ বধ। সেই থেকেই দশমীর দিন পালন হয় দশেরা বা রাবণ বধের পালা। হাতে সময় মাত্র ৮ দিন তাই রঘুবীর নগরের শিল্পীরা এখন থেকেই তাঁর প্রস্তুতিতে মগ্ন