Durga Puja 2025: Non-Hindus Stay Away From Garba? গঙ্গা জল গ্রহণ করে, মাথায় গোমূত্র ছিটিয়ে গরবা প্যান্ডালে ঢুকতে হচ্ছে, অহিন্দুদের প্রবেশ আটকাতে যা হচ্ছে ভোপালে, দানা বাঁধছে বিতর্ক

Garba (Photo Credit: X/Screengrab)

গরবা (Garba) নিয়ে ছড়াল বিতর্ক। এবার গরবা প্যান্ডালে প্রবেশ করতে গেলে, গঙ্গা জল চরণামৃত হিসেবে গ্রহণ করে, মাথায় গোমূত্র ছিটিয়ে, কপালে তিলক কেটে তবে প্যান্ডালে প্রবেশ করতে হচ্ছে। মধ্যপ্রদেশের ভোপাল থেকে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল। যেখানে গরবা প্যান্ডালে প্রবেশ করতে হলে, গোমূত্র মাথায় ছিটিয়ে, গঙ্গা জল গ্রহণ করে তবেই প্যান্ডালে প্রবেশ করতে হচ্ছে। অহিন্দুরা যাতে গরবা প্যান্ডালে প্রবেশ করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যায় ভোপালের অবোধপুরীর শ্রীকৃষ্ণ সেবা সমিতি কর্তৃপক্ষের তরফে এমন পদক্ষেপ করা হয়েছে। অহিন্দুরা (Non-Hindus) যাতে ওই গরবা প্যান্ডালে প্রবেশ করতে না পারেন, তার জন্য অবোধপুরীর ওই শ্রীকৃষ্ণ সেবা সমিতির তরফে এমন পদক্ষেপ করা হয়েছে।

আরও জানা যাচ্ছে, অবোধপুরীর ওই গরবা প্যান্ডালে প্রবেশের আগে যেমন আধার কার্ড, ভোটার কার্ড দেখা হচ্ছে, তেমনি মা দুর্গার ছবিতে নমস্কারও করতে হচ্ছে। মা দুর্গা ছবিতে নমস্কার করে তবেই কেউ অবোধপুরীর ওই দরবা প্যান্ডালে প্রবেশ করতে পারছেন বলে জানা যায়।

দেখুন গরবা প্যান্ডালে কীভাবে প্রবেশ করতে হচ্ছে...

 

অহিন্দুদের প্রবেশ রদ করতে যে পদক্ষেপ করা হয়, তা নিয়ে ছড়ায় জোরদার বিতর্ক...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement