Rajasthan Water Crisis: জলযন্ত্রণায় ভুগছে রাজস্থান! সমস্যা মেটাতে প্রতিটি এলাকায় পৌঁছে যাচ্ছে জলে ট্যাঙ্কার

জলের সমস্যায় ভুক্তোভোগী একাধিক রাজ্যের বাসিন্দা। কমবেশী প্রতিটি রাজ্যেই বিগত কয়েকমাস ধরে এই সমস্যায় ভুগছেন। একই অবস্থা রাজস্থানের। দীর্ঘ কয়েকদিন ধরে গ্রামীন এলাকার জলের অভাব দেখা দিয়েছিল। এবার জয়পুরের (Jaipur) মতো জায়গাতেও জলের হাহাকার দেখা দিচ্ছে। সেই কারণে বিভিন্ন এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দিচ্ছে প্রশাসন। যদিও এই নিয়েও ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। অনেকেই অভিযোগ তুলছে যে সময়মতো জল পাওয়া যাচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণেও জল দিচ্ছে না প্রশাসন। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে।