Jammu: জম্মুতে ভারী বৃষ্টি, বিপদসীমার ওপর বইছে উঝ নদী, রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা, দেখুন ভিডিও
ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত জম্মুর একাধিক জায়গা। গত বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে।
ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত জম্মুর একাধিক জায়গা। গত বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। আর সেই কারণেই কাঠুয়ার উঝ নদীর (Ujh River) জলস্তর বেড়েছে তাৎপর্যপূর্ণভাবে। নদীর জল বিপদসীমার ওপর বওয়ার কারণে রাস্তাতে উঠে পড়েছে জল। বন্যায় ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি। এমনকী নির্মীয়মাণ সেতু ৬০ শতাংশ জলের তলায় চলে গিয়েছে। ডোগরা চক, ক্যানেল রোড, বিক্রম চক, গান্ধী নগর, শাস্ত্রী নগর, গোর্খা কলোনী, সঞ্জয় নগর সহ একাধিক এলাকা জলমগ্ন। স্থানীয় প্রশাসন এখন উদ্ধারকাজ শুরু করেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও তথ্য দেয়নি প্রশাসন।