PhD Pakode Wali: চাকরি নেই, প্রতিবাদে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষিকার পাকোড়ার দোকান
দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সামনে পাকোড়ার দোকান। নাম 'পিএইচডি পাকোড়াওয়ালি'। জাতিগত বিদ্বেষের অভিযোগে ডক্টর রিতু সিং নামে ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারই প্রতিবাদে এরপর রিতু সিং বিশ্ববিদ্যালয়ের সামনে পাকোড়ার দোকান খুলে বসেন। নাম দেন, 'পিএইচডি পাকোড়াওয়ালি'। ডক্টর রিতু সিংয়ের দোকানে 'জুমলা পাকোড়া', 'স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ পাকোড়া'-র মত একাধিক নাম রয়েছে খাবারের। যা বিভিন্ন সামাজিক বিষয়কে প্রকাশ্যে তুলে আনতে শুরু করেছে বলে শিক্ষিকার দাবি।
তবে রিতু সিংয়ের এই দোকান এবং তার মাধ্যমে যে বার্তা দেওয়া হয়,তা ভালভাবে নেয়নি পুলিশ। ফলে রিতু সিংয়ের চা এবং পাকোড়ার দোকান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তুলে দেওয়া হয়। যার জেরে পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হন রিতু সিং।
দেখুন ভিডিয়ো...
দেখুন রিতু সিংয়ের পোস্ট...