Domestic Flights: আগামী সপ্তাহ থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে ছাড়তে পারবে অন্তর্দেশীয় বিমান

করোনার কালো দিন পিছনে ফেলে স্বাভাবিক হচ্ছে দেশ। কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে এতদিন ধাপেধাপে যাত্রী সংখ্যা বাড়ানোর অনুমতি দেওয়া হচ্ছিল দেশীয় বিমানে। বিমানের সব আসনে যাত্রী তুলে না পারায় ক্ষতির মুখে পড়ছিল দেশের বিমানসংস্থাগুলি। এবার আগামী ১৮ অক্টোবর, সোমবার থেকে অন্তর্দেশীয় বিমানে ১০০ শতাংশ যাত্রী নিয়ে ওড়া যাবে।

Airlines. Representative Image. (Photo Credits: Pxfuel)

করোনার (Corona Virus) কালো দিন পিছনে ফেলে স্বাভাবিক হচ্ছে দেশ। কোভিড প্রোটোকলের (Covid Protocol) কথা মাথায় রেখে এতদিন ধাপেধাপে যাত্রী সংখ্যা বাড়ানোর অনুমতি দেওয়া হচ্ছিল দেশীয় বিমানে। বিমানের সব আসনে যাত্রী তুলে না পারায় ক্ষতির মুখে পড়ছিল দেশের বিমানসংস্থাগুলি। এবার আগামী ১৮ অক্টোবর, সোমবার থেকে অন্তর্দেশীয় বিমানে (Domestic Flight) ১০০ শতাংশ যাত্রী নিয়ে ওড়া যাবে। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচলক মন্ত্রক থেকে মিলেছে এই ছাড়পত্র। এতদিন ৮৫% যাত্রী নিয়ে উড়ছিল দেশীয় বিমানগুলি। লকডাউনের মাঝে একটা সময় ৫০% আসনে যাত্রী তোলা হচ্ছিল।

দেখুন টুইট