DMK MP Gaumutra State Remark: 'গোমূত্র' রাজ্যে জয় বিজেপির, কটাক্ষ ডিএমকে সাংসদ DNV Senthilkumar S এর
৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফল বেরতেই ফের রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhya Pradesh)এবং ছত্তিশগড়ে বিজেপির (BJP) দাপট দেখা যায়। তেলাঙ্গানা এবং মিজোরামে গেরুয়া শিবির দাঁত বসাতে না পারলেও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফের ক্ষমতায় মোদীর দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটকে রোডম্যাপ হিসেবে বর্ণনা করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের তরফে। ৩ রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের পর বিষয়টি নিয়ে জোরদার কটাক্ষ করেন ডিএমকে সাংসদ (DMK MP) DNV Senthilkumar S। ডিএমকে সাংসদ বলেন, হিন্দি হার্টল্যান্ডে ক্ষমতা দখল করেছে বিজেপি। যে অঞ্চলগুলিতে 'গোমূত্র রাজ্য' বলা হয় বলে কটাক্ষ করেন দক্ষিণের ওই সাংসদ। ডিএমকে সাংসদ DNV Senthilkumar S এর ই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জোরদার আলোচনা, সমালোচনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।
শুনুন ডিএমকে সাংসদ কী বললেন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)