Digital Arrest Scam: সাবধান, জালিয়াতরা পাতছে 'ডিজিটাল অ্যারেস্টের' ফাঁদ, দেখুন কী হল প্রৌঢ়ের সঙ্গে
'ডিজিটাল অ্যারেস্ট' (Digital Arrest ) করা হল এক ব্যক্তিকে। সাইবার জালিয়াতরা এক প্রৌঢ়কে ডিজিটাল অ্যারেস্ট করার খবরে চাঞ্চল্য ছড়ায়। তবে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। ডিজিটাল অ্যারেস্ট শব্দটি শুনতে অবাক লাগলেও, এবার এমনই একটি ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল (Bhopal)। যেখানে এক ব্যক্তিকে সাইবার জালিয়াতরা ফোনে ভয় দেখায় এবং তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে বলে হুমকি দেয়। এরপর ওই ব্যক্তি সময় নষ্ট না করে মধ্যপ্রদেশ পুলিশের দ্বারস্থ হয়। মধ্যপ্রদেশ পুলিশের সাইবার বিভাগ সঙ্গে সঙ্গে জলিয়াতদের জাল কেটে ওই ব্যক্তিকে উদ্ধার করে। ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তি মধ্যপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান।
শুনুন ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কী বললেন মধ্যপ্রদেশের ওই ব্যক্তি...