Devotees Gather Outside Gyanvapi Complex: আদালতের নির্দেশে পুজো শুরু 'ব্যাস কি তেহখানা' তে, জ্ঞানবাপীর কমপ্লেক্সে ভক্তদের ভিড় (দেখুন ভিডিও)

সূত্রের খবর, বুধবার আদালতের নির্দেশ হাতে আসতেই গভীর রাতে ব্যারিকেডগুলিও সরিয়ে ফেলা হয় এবং মাটির প্রদীপ জ্বালানো হয়। জ্ঞানবাপীর প্রাঙ্গণে ভক্তদের 'আরতি'ও করতে দেখা যায়।

Devotees sing bhajans outside Gyanvapi complex Photo Credit: Twitter@ANI

বুধবার বারাণসী আদালত জ্ঞানবাপির বেসমেন্ট  'ব্যাস কি তেহখানা'তে পূজার অনুমতি দিয়েছে। নির্দেশ মেনে  গতকাল থেকেই শুরু হয়েছে পূজা। সংবাদ সংস্থা এএনআইও তার ভিডিও শেয়ার করেছে। এরপরই সেই পুজো দেখতে জ্ঞানবাপী কমপ্লেক্সের বাইরে ভক্তরা জড়ো হতে থাকেন। ভিতরে না যেতে পারলেও বাইরে দাড়িয়েই তাঁদের ভজন গাইতে দেখা যায়।  সূত্রের খবর, বুধবার আদালতের নির্দেশ হাতে আসতেই গভীর রাতে ব্যারিকেডগুলিও সরিয়ে ফেলা হয় এবং মাটির প্রদীপ জ্বালানো হয়। জ্ঞানবাপীর প্রাঙ্গণে ভক্তদের 'আরতি'ও করতে দেখা যায়।