Delhi : 'ঘর ঘর রেশনের' স্কীমে বাধা দিচ্ছে লেফ্টেন্যান্ট গভর্নর, অভিযোগ আপ নেতা অতিসির
এই প্রকল্পের ফলে ৭০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি
দিল্লিতে ঘর ঘর রেশনের স্কীম প্রকল্প চালু করতে দিচ্ছেন না লেফ্টেন্যান্ট গভর্নর। এমন অভিযোগ জানালেন আপ নেত্রী অতিসি।
তিনি জানান, "কেন্দ্রীয় সরকার এবং তার প্রতিনিধি লেফ্টেন্যান্ট গভর্নর ঘর ঘর রেশন স্কীম দিল্লিতে চালু করতে দিচ্ছেন না। গতকাল অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান পাঞ্জাবে এই স্কীম চালু করেন। এই স্কীমের মাধ্যমে ৭০ লক্ষেরও বেশি মানুষ তাদের বাড়িতে রেশন পাবেন। "