Delhi: ভুয়ো পাসপোর্ট নিয়ে ঢুকেছিল ভারতে! দিল্লি থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার দুই নাইজেরিয়ার নাগরিক

দিল্লি থেকে মাদক সহ গ্রেফতার দুই নাইজেরিয়ার (Nigeria) বাসিন্দা। জানা যাচ্ছে অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ৫৫ লক্ষ টাকার হেরোইন। জানা যাচ্ছে, এরা দুজনই ভুয়ো পাসপোর্ট এবং ভিসা নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন দিল্লিতেই থাকছিল। আর সেই সঙ্গে মাদক বিক্রি করে অর্থ উপার্জন করছিল। গোপনসূত্রে খবর পেয়ে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ আর্মিদ ও সালিফকে গ্রেফতার করে। তারপর তাঁদের তল্লাশি করে উদ্ধার হয় বিপুল পরিমাণের হেরোইন। সেই সঙ্গে তাঁদের থেকে যে নথিপত্র উদ্ধার হয় তা খতিয়ে দেখে জানা যায় সেগুলি সম্পূর্ণরূপে ভুয়ো। তদন্ত মারফত জানা যাচ্ছে, ভারতে এসে মাদকের ব্যবসা শুরু করেছিল আর্মিদ ও সালিফ। ফলে এই চক্রে আরও কেউ জড়িত আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)