Delhi: যমুনাতে বাড়ছে জলস্তর, বিপদসীমার ওপর নয় জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে

Arvind Kejriwal (Photo Credit: Twitter)

দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে সমস্ত বিষয়ের জবাব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, যমুনা নদীর স্তর এখনও পর্যন্ত বিপদ সীমার ওপরে নয়। হাতনিকুন্ড ব্যারেজ থেকে ৩ লক্ষ কিউসেক জল ছাড়ার পরও এখনও বিপদ সীমার অনেক নীচেই জল রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রবল বৃষ্টিপাতের জেরে প্রায় বন্যা পরিস্থিতি দিল্লিতে। একটু একটু করে বাড়ছে জলস্তর।বন্যাপরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল. যমুনা নদীতে জলস্তর কতটা রয়েছে তা দেখতে নদীবক্ষেও যান দিল্লির মন্ত্রী অতিসি।