Delhi: অতীশীর নাম খারিজ করে কৈলাশ গেহলটকে পতাকা উত্তোলনে বাছলেন দিল্লির এলজি

কেজরির অনুপস্থিতিতে দিল্লি সরকারের উদ্যোগে আগামী বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

AAP Minister Atishi, Delhi CM Arvind Kejriwal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৩ অগাস্ট: আবগারি নীতি দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিকে, কেজরির অনুপস্থিতিতে দিল্লি সরকারের উদ্যোগে আগামী বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যেমনটা প্রতি বছর হয়। জেলবন্দি কেজরিওয়ালের জায়গায় দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অতীশী -কে বেছে নেয় রাজ্যের শাসক দল আম আদমি পার্টি।

কিন্তু দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আপের প্রস্তাব খারিজ করে ১৫ অগাস্ট পতাকা উত্তোলক হিসেবে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গেহলটের (Kailash Gahlot) নাম ঘোষণা করলেন। দিল্লির এলজি-র এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আপ। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এবার আপ সরকারের সঙ্গে মোদী সরকার় মনোনিত এলজি-র মধ্যে ফের বড় বিরোধী চবছে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন-

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য ভোর ৪টা থেকে মেট্রো পরিষেবা চালু দিল্লিতে  

দেখুন খবরটি

রাজনৈতিক মহলের ধারনা পতাকা উত্তোলনে মণীশ সিসোদিয়ার পছন্দের অতীশীর পরিবর্তে, এলজি কৈলাশ গেহলেটকে বেছে নিয়ে আপ-এর মধ্যে দ্বন্দ্ব উস্কে দিলেন। কেজরির জেলে যাওয়ার পর আপের অভ্যন্তরকে অতীশীর আচমকা উত্থান নিয়ে আপের অন্দরে একাংশের বড় ক্ষোভ আছে বলে বিরোধীদের দাবি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)