'Lady Don' Arrested In Delhi: মাদক, পার্টি, খুনে মত্ত; কুখ্যাত গ্যাংস্টারের স্ত্রীকে পাকড়াও পুলিশের, ১ কোটির হেরোইন সমতে গ্রেফতার 'লেডি ডন' জোয়া খান
স্বামী হাসিম বাবা বর্তমানে জেলে। ফলে কুখ্যাত গ্যাংস্টারের স্ত্রী হওয়ায়, স্বামীর গোটা রাজপ্রাসাদে বসে এতদিন পর্যন্ত রাজত্ব করত জোয়া খান। জোয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এলেও, পুলিশ এদিন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনও মামলা দায়ের করতে পারেনি। ফলে পুলিশের হাত থেকে এতদিন পর্যন্ত অধরাই ছিল জোয়া খান।
দিল্লি, ২১ ফেব্রুয়ারি: গ্রেফতার দিল্লির (Delhi) 'লেডি ডন' (Lady Don) জোয়া খান (Zoya Khan)। ১ কোটি টাকার হেরোইন সমতে গ্রেফতার করা হয়েছে জোয়া খানকে। কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবা-র স্ত্রী জোয়াকে যখন গ্রেফতার করা হয়, তার কাছ থেকে ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যে হেরোইনের বর্তমান বাজারমূল্য ১ কোট টাকা বলে মনে করছে পুলিশ।
স্বামী হাসিম বাবা বর্তমানে জেলে। ফলে কুখ্যাত গ্যাংস্টারের স্ত্রী হওয়ায়, স্বামীর গোটা রাজপ্রাসাদে বসে এতদিন পর্যন্ত রাজত্ব করত জোয়া খান। জোয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এলেও, পুলিশ এদিন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনও মামলা দায়ের করতে পারেনি। ফলে পুলিশের হাত থেকে এতদিন পর্যন্ত অধরাই ছিল জোয়া খান। অবশেষে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জোয়া খানের বিরুদ্ধে দায়ের করা হয় মামল এবং হাসিম বাবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।
প্রসঙ্গত হাসিম বাবার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অপহরণ থেকে খুন, একের পর এক কুখ্যাত মামলায় নাম জড়ায় এই গ্যাংস্টারের। হাসিম বাবার তৃতীয় স্ত্রী হল জোয়া। হাসিমকে বিয়ের আগে আরও একবার সংসার পেতেছিল এই লেডি ডন। তবে সেই সংসার ভেঙে গ্যাংস্টার ঘরণী হয়ে যায় জোয়া। পূর্ব দিল্লিতে জোয়া এবং হাসিম পাশাপাশি বসবাস করত। সেই থেকে তাদের সম্পর্কের সূত্রপাত এবং বর্তমানে হাসিমের সমস্ত ব্যবসার নিয়ন্ত্রণ এবং দেখভাল করত এই জোয়া খান। হাসিম বাবার সমস্ত ধরনের বেআইনি, অবাধ ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল জোয়ার উপর। পিছন থেকে সে-ই সবকিছু মিয়ন্ত্রণ করত। এবার পুলিশের জালে ধরা পড়ে বেকায়দায় দিল্লির এই লেডি ডন।
জানা যাচ্ছে, জোর করে টাকা আদায় এবং মাদক পাচারে সিদ্ধাহস্ত জোয়া খান। তার নেতৃত্বেই মাদক ব্যবসার রমরমা ছিল হাসিম বাবার গ্যাংয়ের।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)