Delhi High Court: কনটেন্ট ফাঁসের অভিযোগ, ৪০ টি স্ট্রিমিং ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

এক সঙ্গে ৪০ টি ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দেন বিচারপতি

Photo Credits: ANI

কপিরাইট কনটেন্টে বেআইনি ভাবে স্ট্রিমিং চালানোর অভিযোগে ৪০ টি ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অমিত বনশল টেলিকম রেগুলেটরি অথোরিটিকে এই সব ওয়েবসাইট গুলিকে ব্লক করার নির্দেশ দেন।

নেটফ্লিক্স, ডিজনি, এলএলসি, প্যারামাউন্ট পিকচারস, ওয়ার্নার ব্রস, কলম্বিয়া পিকচার্স একযোগে এই অবৈধ স্ট্রিমিং সাইটগুলির বিরুদ্ধে মামলা দায়ের করে। স্ট্রিমিং ওয়েবসাইটগুলি অনললাইন সংস্থার কনটেন্ট গুলিকে ডাউনলোড করে তা গ্রাহকদের সামনে এনে দিচ্ছে। যার জেরে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রযোজনা সংস্থাগুলি।

এমনকি তাদেরকে এই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানোর পরও তারা তাতে কোন ভ্রুক্ষেপ না করে একইভাবে তাদের কনটেন্ট স্ট্রিমিং করাতে থাকে। যার জেরে বাধ্য হয়ে আইনি পদক্ষেপ ফিল্ম স্টুডিও সংস্থাগুলির।

 

Delhi High Court Restrains 40 Rogue Websites From Illegally Streaming Content Of Netflix, Universal City Studios & Other Entertainment Companies @NetflixIndia,@wbpictures,@ParamountPics,@WaltDisneyCo,@nupur_0111 #DelhiHighCourt #piracy https://t.co/8dDmvWAaSL

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)