Delhi : দিল্লিতে সোলার নীতি কার্যকর না হওয়া নিয়ে লেফ্টেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আপের

আপের অভিযোগ, দিল্লির সোলার নীতি মন্ত্রীসভা দ্বারা অনুমোদিত হলেও তা কার্যকর করতে দিচ্ছেন না লেফ্টেন্যান্ট গভর্নর

Photo Credits: ANI

দিল্লি মন্ত্রীসভার সোলার প্যানেল নীতি নিয়ে এবার দ্বন্দ্ব । দিল্লির এলজির সঙ্গে দ্বন্দ্বে জড়াল দিল্লি সরকার। দিল্লিতে সোলার নীতিতে অনুমোদন দিয়েছে দিল্লির মন্ত্রীসভা। কিন্তু সেই অনুমোদনে বাদ সেধেছেন লেফ্টেন্যান্ট গভর্নর।

এদিন এলজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে আপ নেতা অতিসি জানান, "এই নীতিকে আটকানোর জন্য একটিই কাজ এই কাজে বাধা দেওয়া। এটি যদি চালু হয়ে যায় তাহলে এতে সাধারণ মানুষ উপকৃত হবেন। তাহলে মানুষ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kej) সরকারের ওপর সন্তুষ্ট হবেন এবং আপকে ভোট দেবেন।তাই লেফ্টেন্যান্ট জেনারেল নিজের পদের গুরুত্ব দিচ্ছেন না এবং বিজেপির হয়ে ব্যাট ধরছেন। "