Delhi: জার্মান শিশু দফতরের অধীনে থাকা ভারতীয় শিশুর স্বাধীনতা দিবস উদযাপনের দাবী নিয়ে যন্তরমন্তরে প্রদর্শন শিশুর মায়ের

জার্মানিতে ভারতীয়দের সঙ্গে যাতে ১৫ অগাস্ট উদযাপন করতে পারে শিশু আরিহা সিং তার দাবিতে যন্তর মন্তরে প্রদর্শন ময়ের

Photo ANI

জার্মানিতে শিশু কল্যাণ বিভাগের তত্ববধানে রয়েছেন আরিহা সিং নামের এক শিশু। এবার সেই শিশু যাতে স্বাধীনতা দিবস জার্মানিতে পালন করতে পারে তার জন্য দিল্লির যন্তরমন্তরে দাবি তুললেন তাঁর মা। ২০২১ সাল থেকে শিশু কল্যাণ দফতরের অধীনে রয়েছে আরিহা সিং। শিশুটিকে চোট লাগার কারণে সে দেশের আদালত জার্মান সরকারের হাতে দিয়ে দেয় শিশুটিকে দেখভালের দায়িত্ব।এবার সেই শিশুকে নিজেদের কাছে আনতে মরিয়া বাবা মা।তারা বিষয়টি সাংসদ জয়া বচ্চনকেও জানিয়েছেন।এবং এই বিষয়টি সংসদেও তোলাও হয়।

এবার সামনেই ১৫ অগাস্ট। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আহিরা যাতে নিজেৈদের মানুষদের সঙ্গে জার্মানিতে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেন তার ব্যবস্থা করার লক্ষ্যে যন্তরমন্তরে প্রতিবাদে বসেন ওই মহিলা।