Death Due To Lightning: ওড়িশায় বজ্রপাতের বলি ৫, আহত ২, চার লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বজ্রপাতের জেরে ঘটনাস্থলেই তিনজন মারা(Dead) যান এবং অপর দুইজন আহত হন। এ ছাড়া বালাঙ্গির জেলার চাউলবাঞ্জি গ্রামের সূর্যকান্তি খারসেল (৪০)এবং তাঁর ১৮ বছরের ছেলের মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বুধবার ওড়িশার(Odisha) বারগড় ও বালাঙ্গির জেলায় বজ্রপাতে (Lightning)পাঁচজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় গ্রামের কাছে একটি বটগাছের নীচে আশ্রয় নিয়েছিলেন বরগড় জেলার দেওয়ানডিহি গ্রামের সুখদেব বাঞ্চর (৫৮),নিরোজ কুম্ভর (২৫) এবং ধনুর্জ্য নায়ক (৪৫)। বজ্রপাতের জেরে ঘটনাস্থলেই তিনজন মারা(Dead) যান এবং অপর দুইজন আহত হন। এ ছাড়া বালাঙ্গির জেলার চাউলবাঞ্জি গ্রামের সূর্যকান্তি খারসেল (৪০)এবং তাঁর ১৮ বছরের ছেলের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ব্জ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন তাঁরা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi) মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now