Delhi: দিল্লিতে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানার নিয়ম ফিরল

দিল্লিতে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনার দ্বিতীয় ঢেউয়ের অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে দিল্লি প্রশাসন নড়েচড়ে বসল। করোনার প্রথম ঢেউ চলে যাওয়ার পর ভাইরাসকে হাল্কাভাবে নিয়ে মহাবিপদ ডেকে এনেছিল দিল্লি।

Mask (Photo Credits: IANS)

দিল্লিতে (Delhi) ঊর্ধ্বমুখী করোনার (Corona Virus) গ্রাফ। করোনার দ্বিতীয় ঢেউয়ের অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে দিল্লি প্রশাসন নড়েচড়ে বসল। করোনার প্রথম ঢেউ চলে যাওয়ার পর ভাইরাসকে হাল্কাভাবে নিয়ে মহাবিপদ ডেকে এনেছিল দিল্লি। এবারও তৃতীয় ঢেউ একেবারে কমে যাওয়ার পর মাস্ক বাধ্যতামূলক না করে ঝুঁকি নেওয়া হয়। তবে এবার কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তেই মাস্ক মাস্ট-এর পথে হাঁটল ডিডিএমএ (দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি)। দিল্লিতে অফলাইনে চলা স্কুল এখনও বন্ধ হচ্ছে না।

এবার থেকে দিল্লিতে মাস্ক না পরলে ৫০০ টাকার জরিমানা দিতে হবে বলে সাফ জানিয়ে দিল প্রশাসন। গত কয়েক দিন দিল্লিতে সেভাবে কাউকে মাস্ক পরতে দেখা যায়নি। কিন্তু আচমকাই দেশের রাজধানী শহরে বাড়তে শুরু করেছে সংক্রমণ। তাই কোনও ঝুঁকি না নিয়েই মাস্ক তুলল দিল্লি। আরও পড়ুন: আইপিএলে আরও এক তারকা বিদেশী ক্রিকেটার করোনায় আক্রান্ত

এর আগে লখনৌ সহ উত্তপ্রদেশের সাত জেলায় ফের করোনায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। হরিয়ানার বেশ কিছু জায়গাতেও ফিরছে মাস্ক মাস্টের নিয়ম।

দেখুন টুইট

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now