Cyclone Mandous: সাইক্লোন মন্দৌসের প্রভাবে তছনছ চেন্নাই, রাস্তায় জমে জল-উপড়ে পড়েছে গাছ

সাইক্লোন মন্দৌসের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। মধ্যরাতে উপকুল অতিক্রম করে মন্দৌস। সাইক্লোনের প্রভাবে গতকাল রাত থেকেই টানা বৃষ্টি চলে মেরিনা বিচের শহরে। রাত যত বাড়ে হাওয়ার বেগ তত বাড়ে।

Cyclone (Photo Credit: Twitter)

সাইক্লোন মন্দৌসের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। মধ্যরাতে উপকুল অতিক্রম করে মন্দৌস। সাইক্লোনের প্রভাবে গতকাল রাত থেকেই টানা বৃষ্টি চলে মেরিনা বিচের শহরে। রাত যত বাড়ে হাওয়ার বেগ তত বাড়ে। রাতেই নেমে পড়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনি। শহরের বেশিরভাগ জায়গায় জল জমে গেছে বলেও জানা গেছে।

ঝড়ের কারণে চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় রাস্তায় ওপর গাছ উল্টে পড়তে দেখা যায়। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। বেশ কয়েকটি জায়গায় বিদুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চেন্নাইয়ের বেশ কয়েকটি বড় রাস্তায় জল জম রয়েছে। যানচলাচল বন্ধ বেশ কিছু শহরের বেশ কিছু জায়গায়। ঘূর্ণিঝড় মন্দৌস শনিবার ভোরে পুদুচেরি (Puducherry) ও শ্রীহরিকোটার (Sriharikota) উপর দিয়ে উড়ে যায়। আরও পড়ুন-

পারস্পরিক বিচ্ছেদের ক্ষেত্রে ১ বছরের অপেক্ষা অসাংবিধানিক, বড় রায় কেরালা হাইকোর্টের

দেখুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now