Cyclone Michaung Effect In Odisha: সাইক্লোনের প্রভাব থাকবে দুদিন, সতর্কতায় আগামীকাল ছুটি ওড়িশা উপকূলবর্তী জেলা গজপতিতে (দেখুন বিজ্ঞপ্তি)
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছিলিপত্তনমের মধ্যে আছড়ে পড়বে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। ১১০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে মিগজাউম।
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছিলিপত্তনমের মধ্যে আছড়ে পড়বে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। ১১০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে মিগজাউম।যার ফলে সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলবর্তী জেলা গুলিতে। সেই সূত্রেই গজপতি জেলার কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে আগামীকাল ৬ ডিসেম্বর জেলার সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে।
Odisha | In view of possible heavy rainfall due to cyclonic storm Michaung over the Bay of Bengal, all the primary, upper primary, high school and anganwadi centre shall remain closed on 6th December 2023: Office of the Collector and District Magistrate, Gajapati pic.twitter.com/voTy5oRB4s