Cyclone Dana: ডানার দাপটে লণ্ডভণ্ড ধামরা, গাছ উপড়ে, রাস্তা ভেঙে স্তব্ধ জনজীবন, দেখুন

Cyclone Dana Effect (Photo Credit: ANI/X)

বৃহস্পতিবার রাত থেকে শুক্র ভোর পর্যন্ত ঘূর্ণিঝড় ডানার (Dana) ল্যান্ডফল চলে একটানা। ওড়িশার (Odisha) ধামরা (Dhamra) এবং ভিতরকণিকা পার্কে আছড়ে পড়ে ডানা। যার জেরে ওড়িশার কেন্দ্রাপাড়া এং ভদ্রকের অবস্থা সবচেয়ে খারাপ। ধামরায় ঝড় আছড়ে পড়ার পর ওড়িশার ওই জেলা কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। কোনও মৃত্যুর খবর না মিললেও, রাস্তাঘাটে গাছ পড়ে জনজীবন স্তব্ধ হয়ে যায়। ডানা স্থলভাগে আছড়ে পড়ার পর ভদ্রকের যে পরিস্থিতি হয়, তাতে এক নাগাড়ে কাজ শুরু করেছে সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দল। বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা গাছ কেটে রাস্তা ফাঁকা রার কাজ শুরু করেছেন একটানা।

আরও পড়ুন: Cyclone Dana: ঘূর্ণিঝড়ের দাপটের পর বড় ঘোষণা, দূরপাল্লার ট্রেন চলা নিয়ে কী জানাল রেল

দেখুন ডানা আছড়ে পড়ার পর ভদ্রকের কী পরিস্থিতি...