Cyclone Dana: ডানার প্রভাবে হতে পারে ক্ষতি? জগন্নাথ মন্দির রক্ষায় জরুরি পদক্ষেপ

Jagannath Temple (Photo Credit: PTI/X)

জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) কেউ যাবেন না। ঘূর্ণিঝড় (Cyclone) ডানার (Dana) প্রভাব থেকে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরকে রক্ষা করতে অত্যন্ত তৎপর প্রশাসন। ফলে পর্যটকরা যাতে নিরাপদে থাকেন, তার জন্যই জগন্নাথ মন্দিরে আপাতত যাওয়া থেকে নিষেধ করা হচ্ছে প্রশাসনের তরফে। জগন্নাথ মন্দিরে গত একমাস ধরে কার্তিক ব্রত অনুষ্ঠান চলছে। যে অনুষ্ঠান উপলক্ষ্যে বহু পূণ্যার্থী এই মুহূর্তে মন্দিরে যাচ্ছেন, পুজো অর্চনা করছেন। ফলে সেই সমস্ত পূণ্যার্থীদেরও জগন্নাথ মন্দিরে প্রবেশ না করতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ঘূর্ণিঝড় ডানার প্রভাব থেকে জগন্নাথ মন্দিরকে রক্ষা করতে সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন: Cyclone Dana: ঘূর্ণিঝড় স্থলভাগে তাণ্ডবের আগে মুষলধারে বৃষ্টি ওড়িশায়, ফুঁসছে ব্রক্ষ্মাণী নদী, দেখুন

দেখুন উত্তাল সমুদ্র ঘূর্ণিঝড় ডানার প্রভাবে...