Cyber Fraud: 'মোবাইল বন্ধ হয়ে যাবে', সাইবার ক্রাইমের নায় জাল নিয়ে সতর্কতা

Representational Image (Photo Credit: File Photo)

আপনার মোবাইল (Mobile) 'রেসট্রিকটেড' জায়গা গেলে 'ব্লক' হয়ে যাবে। এমন মেসেজ যদি আপনার মোবাইলে আসে, তাহলে তার উত্তর দেবেন না। সাইবার ক্রাইমের নয়া পন্থায় কোনওভাবেই ফেঁসে যাবেন না। সিবিআই, এনআইএ, সিআরপিএফ এবং পুলিশের নামে করে যে কোনও সময় আপনার মোবাইলে এমন মেসেজ আসতে পারে। অনলাইনে মোবাইল এবং ডেটা সম্পর্কিত কোনও মেসেজ এলে, কোনওভাবেই তার উত্তর দেবেন না বলে স্পষ্ট জানানো হয় NCIB-র তরফে। সাইবার ফ্রডের নয়া জাল নিয়ে সতর্কতা জারি করল NCIB।

আরও পড়ুন: Kolkata Police: দেশের সেরা 'সাইবার কপ'-র তকমা পেলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরা