Jharkhand: ঝাড়খণ্ডে নকশাল অভিযানে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, এয়ারলিফ্ট করে আনা হল রাঁচিতে

ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের জঙ্গল এলাকাতেও চলছে নকশালদের খতম করার অভিযান।

ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের জঙ্গল এলাকাতেও চলছে নকশালদের খতম করার অভিযান। বৃহস্পতিবার ভোর সাড়ে সাতটা নাগাদ পশ্চিম সিংঘভূম জেলার ছোটানাগারা থানা এলাকার সারান্দা জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফ (CRPF) কোবরা ২০৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময় আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন জিতেন্দ্র দানি (Jitendra Dani)। এরপর তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে এয়ারলিফ্ট করে আনা হয় রাঁচিতে। বর্তমানে তাঁর অবস্থা স্থীতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে জঙ্গলে এখনও তল্লাশি অফিযান চালিয়ে যাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)