Crime: মুম্বই থেকে উদ্ধার ৪৬০০ টি পুরনো চোরাই ল্যাপটপ ও ১৫৪৬ টি সিপিউ, দেখুন ভিডিয়ো

জওহরলাল নেহরু কাস্টম হাউসের বিশেষ গোয়েন্দা (Investigation Branch ) ও তদন্ত শাখা তল্লাশি অভিযান চালিয়ে এই জিনিসগুলি বাজেয়াপ্ত করেছে যার বাজার মূল্য আনুমানিক ৪.১১ কোটি টাকা।

মুম্বই থেকে উদ্ধার ৪৬০০ পুরনো চোরাই ল্যাপটপ (ছবি:X)

নয়াদিল্লিঃ মুম্বই (Mumbai) থেকে উদ্ধার ৪৬০০ টি পুরনো ল্যাপটপ (Laptop) এবং ১৫৪৬ টি সিপিউ (CPU)। জওহরলাল নেহরু কাস্টম হাউসের বিশেষ গোয়েন্দা (Investigation Branch ) ও তদন্ত শাখা তল্লাশি অভিযান চালিয়ে এই জিনিসগুলি বাজেয়াপ্ত করেছে যার বাজার মূল্য আনুমানিক ৪.১১ কোটি টাকা। আরব আমিরশাহিতে (UAE) এই ল্যাপটপগুলি পাচার করা হচ্ছিল বলে খবর। এই ঘটনায় হংকং-এর কিছু সরবরাহকারীর যোগ রয়েছে বলে খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। তদন্ত চলছে।

এই খবরটিও পড়ুনঃ পঞ্জাব থেকে গ্রেফতার চার খলিস্তানি জঙ্গি,দেখুন ভিডিয়ো

বাজেয়াপ্ত  ল্যাপটপ ও সিপিউ