COVID-19 Booster Dose: ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ নিতে পারবেন ১৮-র বেশি বয়সীরা, জানাল কেন্দ্র
আগামী ১০ এপ্রিল থেকে গোটা দেশে বুস্টার ডোজ (Booster Dose) চালু হবে। ১৮-র বেশি বয়সীদের বুস্টার দেওয়ার কাজ শুরু হবে ১০ এপ্রিল থেকে। যে কোনও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই বুস্টার ডোজ দেওয়া হবে আগামী ১০ এপ্রিল থেকে। এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যাঁদের বয়স ১৮-র বেশি এবং টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস অতিক্রান্ত, তাঁরা বুস্টার নিতে পারবেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই মুহূর্তে টিকার (Vaccine) প্রথম এবং দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবায় যুক্ত কর্মী এবং ৬০ বছরের উর্দ্ধে যাঁদের বয়স, তাঁদের সরকারিভাবে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)