Commander Prerna Deosthalee: ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার হচ্ছেন কমান্ডার প্রেরণা দেওস্থলি

ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এই প্রথম কোনও মহিলা অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। ১৪০ কোটির দেশের সেই সৌভাগ্যশালী মহিলার নাম কমান্ডার প্রেরণা দেওস্থলি।

Photo Credits: ANI

ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ইতিহাসে এই প্রথম কোনও মহিলা অফিসার (first woman officer) হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। ১৪০ কোটির দেশের সেই সৌভাগ্যশালী মহিলার নাম কমান্ডার প্রেরণা দেওস্থলি (Commander Prerna Deosthalee)। নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে এবার তিনি ভারতীয় নৌ রণতরীকে (Indian Naval Warship) নেতৃত্ব দেবেন। বর্তমানে প্রেরণা যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইয়ের (Warship INS Chennai) ফার্স্ট লেফটেন্যান্ট (First Lieutenant)।

ভারতীয় নৌবাহিনীর পশ্চিম ফ্লিটের তরফে জানানো হয়েছে, ওয়েস্টার্ন ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল প্রবীণ নায়ার প্রেরণা দেওস্থলির হাতে ওয়াটারজেট এফএসি আইএনএস ট্রিঙ্কটের (Waterjet FAC INS Trinkat) কমান্ডিং অফিসারের নিয়োগপত্র তুলে দেন। আরও পড়ুন: Uttar Pradesh Accident: আগ্রায় দিল্লি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রী বোঝাই অটোকে পিছন থেকে ধাক্কা ট্রাকের, বলি ৫

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now