Uttar Pradesh: অন্ধ্র থেকে বিরল জাতের পুঙ্গানুর গরু আনা হল গোরক্ষনাথ মন্দিরের গোশালায়, নিজের হাতে সেবা দিলেন মুখ্যমন্ত্রী যোগী

শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পুঙ্গানুর গরু আনা হয় গোরক্ষনাথ মন্দিরে।

CM Yogi visits Gorakhnath Temple, feeds cow (Photo Credits: IANS)

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের (Gorakhnath Temple) গোশালায় আনা হয়েছে বিরল জাতের পুঙ্গানুর গরু। শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পুঙ্গানুর গরু আনা হয় গোরক্ষনাথ মন্দিরে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলেই গোরক্ষপুর (Gorakhpur) পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিবারই গোরক্ষনাথ মন্দির দর্শনে এসে গরুর সেবা দেন মুখ্যমন্ত্রী। অন্যথা হয়নি এইবারেও। তবে যোগীর এইবারের গোসেবা বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা দুটি পুঙ্গানুর গরু। শনিবার সকালেও গুরু গোরক্ষনাথের দর্শন সেরে গোসেবা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গোরক্ষনাথ মন্দিরের গোশালায় পুঙ্গানুর গরু...