Pahalgam Terror Attack: পহেলগামের পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পহেলগামের হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনও সময় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।
পহেলগামের (Pahalgam) হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনও সময় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই একাধিক স্থানীয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সেই সঙ্গে তাঁদের ঘরবাড়িও গুড়িয়ে ফেলা হয়েছে। অন্যদিকে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের উদ্দেশ্যে গুলি ছুঁড়ছে পাকিস্তান। এদিকে অবশ্য পাল্টা জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। তবে সবমিলিয়ে আপাতত উত্তপ্ত রয়েছে উপত্যকা। এই অবস্থায় শনিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে পহেলগাম ইস্যুর পাশাপাশি গোটা রাজ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুজনে।
দেখুন পোস্ট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)