Muzaffarnagar: পেট্রল পাম্প চত্বরে আমের আঁটি ফেলতে বারণ করায় ধুন্ধুমার কাণ্ড, অফিস ভাঙচুর করে কর্মীদের মারধর করল তীর্থযাত্রীরা, দেখুন ভিডিও

বুধবার বিকেলে মুজাফফরনগরের মনসুরপুরে একটি পেট্রল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন একদল তীর্থযাত্রী। তাঁদের মধ্যে কয়েকজন পাম্প চত্বরে আমের আঁটি ছুঁড়ে ফেলছিলেন।

বুধবার বিকেলে মুজাফফরনগরের Muzaffarnagar() মনসুরপুরে একটি পেট্রল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন একদল তীর্থযাত্রী। তাঁদের মধ্যে কয়েকজন পাম্প চত্বরে আমের আঁটি ছুঁড়ে ফেলছিলেন। সেই দেখে এক কর্মী এলাকা নোংরা করতে বারণ করেন। আর তাতেই রণক্ষেত্রর চেহারা নিল ওই পেট্রল পাম্প চত্বর। কার্যত পাম্পের মধ্যে ঢুকে অফিসের তাণ্ডবলীলা চালায় ওই তীর্থযাত্রীরা। এছাড়া পেট্রল পাম্পের একাধিক জিনিসপত্র ধ্বংস করা হয়। এছাড়া ওই কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পরবর্তীকালে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ বাহিনী। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে ওই আহত কর্মীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি লেটেস্টলি কর্তৃপক্ষ।