Chithirai festival 2023: ভগবান কাল্লাঝাগরের নদী প্রবেশ দেখতে ভাইগাই নদীর কাছে লাখো লাখো ভক্তদের ভিড়( দেখুন ভিডিও)

রাজা থিরুমালাই থেনুরের বদলে মাদুরাইয়ের ভাইগাই-এর তীরে কাল্লাঝাগর ভ্রমণের প্রচলন করেছিলেন। সেই প্রথা মেনে মাদুরাইতে এই চিথিরাই উৎসবের অংশ হিসেবে ভগবান কাল্লাঝাগরকে নদীতে স্নান করানো হয়।

Lord Kallazhagar's entry Photo Credit: Twitter@ANI

তামিল নাড়ুর মাদুরাই রাজ্যের সাংস্কৃতিক কেন্দ্র। মাদুরাইয়ের অন্যতম প্রধান উৎসব ‘চিথিরাই’।'চিথিরাই উৎসব'কে বলা হয় উৎসবের উৎসব। দক্ষিণের রাজ্যগুলি থেকে প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ সমাগত হন মাদুরাইতে। চিথিরাই উৎসব একই সঙ্গে শৈব এবং বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব। সুন্দরেশ্বর আর দেবী মীনাক্ষীর বিবাহ উপলক্ষে অনুষ্ঠিত হয় চিথিরাই উৎসব। বিবাহের এই রেওয়াজ চলছে বহুকাল ধরে। প্রাচীন সঙ্গম সাহিত্যে এই উৎসবের কথা উল্লেখ রয়েছে। এই মন্দিরের মীনাক্ষী হলেন পার্বতী ও সুন্দরেশ্বর হলেন শিব। আর তাদের স্বর্গীয় বিবাহ অনুষ্ঠানকেই 'চিথিরাই উৎসব' বলে।রাজা থিরুমালাই থেনুরের বদলে মাদুরাইয়ের ভাইগাই-এর তীরে কাল্লাঝাগর ভ্রমণের প্রচলন করেছিলেন। সেই প্রথা মেনে মাদুরাইতে এই চিথিরাই উৎসবের অংশ হিসেবে ভগবান কাল্লাঝাগরকে নদীতে স্নান করানো হয়। এই নদী প্রবেশের সাক্ষী হতে ভাইগাই নদীর কাছে  লাখো লাখো ভক্তরা  জড়ো হয়েছিলেন। তারই এক ঝলক -

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now