Chhatrapati Shivaji Maharaj's Statue Collapse:ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভাঙ্গার ঘটনার প্রতিবাদে গেটওয়ে অফ ইন্ডিয়াতে প্রতিবাদ মিছিলে সামিল মহা বিকাশ আঘাদি জোট
আট মাস আগে ধুমধাম করে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর সেই ৩৫ ফুট উঁচু একটি পূর্ণাবয়ব মূর্তি।
আট মাস আগে ধুমধাম করে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর সেই ৩৫ ফুট উঁচু একটি পূর্ণাবয়ব মূর্তি। শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পদত্যাগেরও দাবি করে বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে।
আজ সকালে মহা বিকাশ আঘাদি জোট ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙ্গে পড়ার ঘটনার প্রতিবাদে মুম্বইয়ের হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছে। এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে এবং অন্যান্য নেতাদের পাশাপাশি কর্মীরাও মিছিলে যোগ দেন।