Cyclonic Storm Fengal: ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবে মুষলধারে ঝড়বৃষ্টি, ঝাঁপ পড়ল চেন্নাই বিমানবন্দরের
শনিবার ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে চেন্নাই বিমানবন্দরের যাবতীয় পরিষেবা বন্ধ করা হয়েছে। প্রাথমিক ভাবে সন্ধে ৭টা অবধি পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়ছে।
Cyclonic Storm Fengal: আর কিছুক্ষণের মধ্যেই তামিলনাড়ুর উপকূল অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গল। শনির সন্ধাতেই ফেঙ্গলের ল্যান্ডফল (Fengal Landfall)। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই তামিলনাড়ূর বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইয়ে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। তামিলনাড়ুর পাশাপাশি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল এবং কর্ণাটকের কিছু অংশে বৃষ্টিপাতের লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। আবহাওয়ার বেগতিক পরিস্থিতি লক্ষ্য করে চেন্নাই বিমানবন্দর (Chennai Airport) সাময়িক সময়ের জন্যে বন্ধ রাখা হয়েছে। শনিবার ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে চেন্নাই বিমানবন্দরের যাবতীয় পরিষেবা বন্ধ করা হয়েছে। প্রাথমিক ভাবে সন্ধে ৭টা অবধি পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়ছে। তবে পরিস্থিতি বুঝে বাড়তে পারে সেই সময়সীমা। ফলে বিমানবন্দরেই আটকে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। ব্যাগপত্র নিয়ে বিমানবন্দরের মধ্যেই অপেক্ষা করছেন তাঁরা।
লাগেজ নিয়ে বিমানবন্দরেই অপেক্ষারত যাত্রীরা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)