Chandrayaan-3 : চন্দ্রযান ৩ ল্যান্ডারের ল্যান্ডিং পয়েন্টকে "শিবশক্তি" নাম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চাঁদে ল্যান্ড করার স্থানটিকে "শিবশক্তি" নাম দিলেন প্রধানমন্ত্রী

Chandrayaan 3 Live Streaming PhotoCredit: Youtube@ ISRO Official

চাঁদের যে অংশে চন্দ্রযান ৩ ল্যান্ডার  অবতরন করেছে, সেই স্থানটিকে শিবশক্তি নামে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টেলিমেট্রি  ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সের বক্তৃতা মঞ্চে দাড়িয়ে এমনটাই জানান তিনি।

বুধবার চাঁদেক দক্ষিণ অংশে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ অংশে অবতরন করেছে ইসরোর চন্দ্রযান ৩। আর এই ঐতিহাসিক ল্যান্ডিংয় সচক্ষে দেখতে সূদূর জোহার্নবার্গ থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকা এবং গ্রীস সফর শেষে তাই সোজা বেঙ্গলুরুতে ইসরোর দফতরে চলে আসেন প্রধানমন্ত্রী।দেখা করেন ইসরোর প্রধান  এস সোমনাথের সঙ্গে।কথা বলেন ইসরোর অন্যান্য প্রতিনিধিদের সঙ্গেও।চাঁদে সফলতাপূর্বক ল্যান্ডার বিক্রমকে পাঠানোর প্রশংসাও করেন তিনি।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)