CRPF Jawans Celebrate Diwali: বাজি পুড়িয়ে ও সহযোদ্ধাদের মিষ্টি খাইয়ে দিওয়ালি উদযাপন, কতর্ব্যের অবসরে সিআরপিফ জওয়ানদের আনন্দের ভিডিয়ো
সারা বছর, দিনরাত কিংবা ২৪ ঘন্টা সবটাই ডিউটির সময়ে পড়ে ভারতের নিরাপত্তার কাছে নিযুক্ত বিভিন্ন বাহিনীর জওয়ানদের। তার মাঝেই অবসরের সময় তাঁরা কখন মহাসমারোহে দিল্লিতে পালন করে স্বাধীনতা দিবস কখন আবার ২৬ জানুয়ারি সিয়াচেনের হাড়কাঁপানো ঠান্ডায় উত্তোলন করেন ভারতের জাতীয় পতাকা।
সারা বছর, দিনরাত কিংবা ২৪ ঘন্টা সবটাই ডিউটির সময়ে পড়ে ভারতের নিরাপত্তার কাছে নিযুক্ত বিভিন্ন বাহিনীর জওয়ানদের। তার মাঝেই অবসরের সময় তাঁরা কখন মহাসমারোহে দিল্লিতে পালন করে স্বাধীনতা দিবস কখন আবার ২৬ জানুয়ারি সিয়াচেনের হাড়কাঁপানো ঠান্ডায় উত্তোলন করেন ভারতের জাতীয় পতাকা।
এখন দীপাবলী ও দিওয়ালি উদযাপনে যখন রিয়েল লাইফ থেকে রিল লাইফ সবাই ব্যস্ত তখন জম্মুতে (Jammu) দিওয়ালি উদযাপনে মাতলেন জম্মুতে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা (CRPF jawans)। রংমশাল ও ফুলঝুড়ি (lighting sparklers)পুড়িয়ে, বাজি ফাটিয়ে (bursting crackers) ও একে অপরকে মিষ্টি (sweets) খাইয়ে দিওয়ালি (Diwali) উপযাপন (celebrate) করতে দেখা যায় তাঁদের। আরও পড়ুন: PM Modi In Secunderabad: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে লাইট পোস্টে উঠলেন মহিলা! তারপর কী হল দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)