CBI visits Rabri Devi's residence: ‘জমির বিনিময়ে চাকরি’ র তদন্তে রাবড়ি দেবীর বাড়িতে পৌঁছল সিবিআই
গত ২৭ ফেব্রুয়ারি, জমির বিনিময়ে চাকরি মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।
সোমবার সকালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ( Rabri Devi's residence ) বাড়িতে পৌঁছেছে সিবিআই টিম ( CBI ) ।গত ২৭ ফেব্রুয়ারি, জমির বিনিময়ে চাকরি মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ (Lalu Prasad Yadav), তাঁর স্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। আগামী ১৫ মার্চের মধ্যে লালুদের জবাব তলব করা হয় ওই সমনে। তবে আজ কোন মামলায় সিবিআই টিম এসেছে, তা এখনও স্পষ্ট নয়। দেখুন সেই ছবি-