CBI Investigation At Balasore : বালেশ্বের দুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌছল সিবিআইয়ের টিম

মঙ্গলবার তদন্ত শুরু করতে ঘটনাস্থলে পৌছে গেছেন সিবিআই কর্তারা

Photo Credits: ANi

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। এবার সেই তদন্ত শুরু করতে দুর্ঘটনাস্থলে পৌছে গেল সিবিআই টিম।

শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বের বাহানগা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস।ভয়াবহ এই দুর্ঘটনার জেরে নিহত হন প্রায় ২৭৮ জন মানুষ। আহতের সংখ্যা প্রায় ১০০০ বেশি।

ঘটনার প্রাথমিক তদন্তে নেমে সিগন্যাল ইন্টারলকিংয়ের সমস্যার কারণকেই দায়ী করা হয়। এবং পরবর্তীতে বিশদে তদন্তের জন্য রেলবোর্ডের তরফে সিবিআই তদন্তের অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার বালেশ্বরে দুর্ঘটনাস্থলে পৌছে যায়  সিবিআইয়ের দল। তাঁরা ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল।জিজ্ঞাসাবাদও করেন বেশ কিছু স্থানীয় মানুষকে।