Car passenger was shot Dead in Sonipat: হরিয়ানাতে গভীর রাতে গাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ! খুনের অভিযোগে তদন্ত শুরু পুলিশের
ভোররাতে হরিয়ানার সোনিপাতে কুন্ডলি-পালওয়াল-মানেসার এক্সপ্রেসওয়ে (Kundli-Palwal-Manesar Expressway) থেকে উদ্ধার গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ। জানা যাচ্ছে, একটি গাড়ি থেকে দেহটি উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ। এদিন রাত সাড়ে ৩টে নাগাদ থানায় খবর আসে যে এক ব্যক্তি ওই এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে গিয়ে ডিভাইডারের সামনে একটি গাড়ি দেখতে পায়। সামনে যেতেই সে দেখে প্যাসেঞ্জার সিটে রক্তাক্ত অবস্থায় এক মৃতদেহ পড়ে রয়েছে। তারপর সে নিজেই থানায় ফোন করে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে মৃত ব্যক্তির মাথায় দুটি গুলি করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করেছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে মৃত ব্যক্তির পরিবারকে খবর করা হয়েছে। পরবর্তীকালে তদন্তের জন্য তাঁদের জেরা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)