Karnataka Elections 2023: প্রচার পর্ব শেষ কর্ণাটকে, এবার বুধে ভোটের পালা

কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রচার পর্ব শেষ হল। সোমবার, সন্ধ্যা ৬টায় মিটল প্রচার অভিযান। এবার আর প্রচারের সুযোগ পাবে না কোনও রাজনৈতিক বুধবার, ১০ মে রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে এক দফায় হবে নির্বাচন।

Congress, BJP Flag Merge (Photo Credit: File Photo)

কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রচার পর্ব শেষ হল। সোমবার, সন্ধ্যা ৬টায় মিটল প্রচার অভিযান। এবার আর প্রচারের সুযোগ পাবে না কোনও রাজনৈতিক বুধবার, ১০ মে রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে এক দফায় হবে নির্বাচন। কর্ণাটকে নির্বাচনী প্রচারে মোদীকে বিষধর সাপ বলা থেকে পাল্টা সোনিয়া গান্ধীকে বিষ কন্যা বলা, মল্লিকার্জুন খাড়গেকে খুনের হুমকি বিজেপি প্রার্থীর-সব কিছুই ছিল। বজরং দলকে নিষিদ্ধ ঘোষণার কংগ্রেসের প্রতিশ্রুতি থেকে বিজেপি সরকারকে ৪০ শতাংশ সরকার বলা, মোদী-শাহের সভায় ভুয়ো ভিড় দেখানোর অভিযোগ উঠেছিল।

প্রচারের শেষ দিনে সব দলই সব শক্তি উজাড় করে ঝাঁপায়। শনি, ররিবার দু দিনে বেঙ্গালুরুতে ৪৫ কিলোমিটার রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাসে উঠে মহিলাদের সঙ্গে কথা বলে প্রচার সারেন রাহুল গান্ধী।

দেখুন টুইট