Wrestlers Protest: ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তে ৬ সদস্যের সিট গঠন দিল্লি পুলিশের

সাত মহিলা কুস্তিগিরদের আনা কুস্তি কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ কাণ্ডে নয়া পদক্ষেপ দিল্লি পুলিশের।

Photo Credits: Twitter@geeta_phogat

সাত মহিলা কুস্তিগিরদের আনা কুস্তি কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-য়ের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ কাণ্ডে নয়া পদক্ষেপ দিল্লি পুলিশের। ব্রিজ ভূষণ কাণ্ডে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট গঠন করা হল। SIT-এ আছেন ৪ জন মহিলা পুলিশ অফিসার। দলের নেতৃত্ব রাখা হয়েছে এক মহিলা ডিসিপি-কে।

ব্রিজ ভূষণের কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, তা এই বিজেপি সাংসদ জমা দিয়েছেন বলে জানানো হয়েছে। ব্রিজ ভূষণের ফোনের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে ফের জেরা করা হতে পারে। প্রসঙ্গত, ব্রিজ ভূষণের বিরুদ্ধে একটি পসকো মামলা সহ দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। আরও পড়ুন-

দেখুন টুইট