Madhya Pradesh: মধ্যপ্রদেশে দলবদলের রাজনীতিতে ফের ধাক্কা খেল বিজেপি, পদ্ম ছেড়ে দাপুটে ব্রাক্ষণ নেতা কংগ্রেসে

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতে নেই বিজেপি সরকার। কমলনাথের নেতৃত্বে কংগ্রেস ক্রমশ চাপ বাড়াচ্ছে শিবরাজ সিং-জ্যোতিরাদিত্য সিন্দিয়াদের বিজেপির ওপর।

Kamal Nath (Photo: Twitter)

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতে নেই বিজেপি সরকার। কমলনাথের নেতৃত্বে কংগ্রেস ক্রমশ চাপ বাড়াচ্ছে শিবরাজ সিং-জ্যোতিরাদিত্য সিন্দিয়াদের বিজেপির ওপর। দলবদলের রাজনীতিতেও এখনও পর্যন্ত সবচেয়ে বড় ফায়দাটা তুলেছে কংগ্রেসই। আবার দলবদলের রাজনীতিতে ফায়দা পেল কংগ্রেস।

স্থানীয় ব্রাহ্মণ নেতা তথা ব্যবসায়ী নীরজ শর্মা বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেস। বাসের ব্যবসায়ী তথা ধনী কৃষক নীরজ এদিন হাজারটিরও বেশী গাড়ি নিয়ে তার বাড়ি রাহাতগড় থেকে ভোপালে এসে কংগ্রেসে যোগ দিলেন। এর আগে জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া দাপুটে বিধায়ক গোবিন্দ সিং রাজপুত আবার পুরনো দলে ফিরলেন।

দেখুন টুইট