Rahul Gandhi: কেমব্রিজে মন্তব্যের জের, রাহুল গান্ধীকে 'দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ' বলে কটাক্ষ নাড্ডার

Rahul Gandhi (Photo Credit: ANI)

বিদেশ থেকে ফিরে শুক্রবার সংসদে হাজির হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল গান্ধীর কেমব্রিজে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্যের জেরে জোর বিতর্ক শুরু হয়েছে। রাহুল গান্ধী বিদেশে গিয়ে মন্তব্য করেছেন, তার জেরে তাঁকে 'দেশ বিরোধী যড়যন্ত্রের অংশ' বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। যা নিয়ে শুক্রবার সংসদ ভবনের সামনে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হলে, তিনি কার্যত চুপ করে থাকেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্যের প্রেক্ষিতে পালটা কোনও মন্তব্য করেননি রাহুল গান্ধী।

আরও পড়ুন:  Rahul Gandhi: কেমব্রিজে মন্তব্যের জের, রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ 'খারিজের' দাবি বিজেপি সাংসদের