Ranchi Video: মহিলার স্নানের ভিডিয়ো করার শাস্তিতে যুবককে নিজের থুতু খাওয়াতে বাধ্য করলেন বিজেপি রাঁচির বিধায়ক
ঝাড়খণ্ডের রাঁচির এক নদীতে মহিলার স্নানরত অবস্থার ভিডিয়ো করতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবক। সেই যুবককে এরপর নিয়ে আসা হয় বিজেপির দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র কুমারের বাড়িতে।
ঝাড়খণ্ডের রাঁচির এক নদীতে মহিলার স্নানরত অবস্থার ভিডিয়ো করতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবক। সেই যুবককে এরপর নিয়ে আসা হয় বিজেপির দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র কুমারের বাড়িতে। পুলিশের কাছে না পাঠিয়ে বিজেপি নেতা নিজেই শাস্তির বিধান লেখেন। আইন হাতে তুলে সেই বিজেপি বিধায়ক অভিযুক্ত যুবককে শাস্তি হিসেবে কানধরে ওঠবোস, নাকখত, সজোরে লাথি মারার পাশাপাশি নিজের থুতু ফেলে সেটা খাওয়াতে বাধ্য করেন।
পুরো ঘটনা মোবাইলে ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ অবশ্য জানায়, এই বিষয়ে কোনও অভিযোগ তারা পাননি।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)