Maha Kumbh: একসঙ্গে মহাকুম্ভে ডুব যোগী, নাড্ডার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মত এবার প্রয়াগরাজের মহাকুম্ভে পূণ্যস্নান সারলেন নাড্ডা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মত এবার প্রয়াগরাজের মহাকুম্ভে পূণ্যস্নান সারলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা-র সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী বুধবার, ২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজে শেষ হচ্ছে মহাকুম্ভ মেলা। গত ১৩ জানুয়ারি থেকে চলছে মেলা ও ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান। ৬০ কোটির বেশী মানুষ মহাকুম্ভে স্নান করে প্রায়গরাজে বিশ্বরেকর্ডে গড়ছেন। তবে পদপিষ্টের ঘটনায় মৃত্য়ু, অগ্নিকাণ্ড সহ নানা ঘটনায় এবারের মহাকুম্ভকে নিয়ে শোকের ঘটনাও ঘটেছে।
মহাকুম্ভ স্নান যোগী আদিত্যনাথ ও জেপি নাড্ডা-র
নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের ক্যাবিনেটের প্রায় সব মন্ত্রীরাই মহাকুম্ভে পূণ্যস্নান করেছেন। ত্রিপুরার মানিক সাহা থেকে অসমের হিমন্ত বিশ্বশর্মা, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই , ওডিশার মোহন মাঝি- দেশের বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা মহাকুম্ভে স্নান করছেন। উত্তর প্রদেশের বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মহাকুম্ভ স্নান সেরেছেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)