Bihar: জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে গলা কেটে খুন, গ্রেফতার যুবক

জানা গিয়েছে, অপরাধের কথা নিজের মুখে স্বীকার করেছে বিকাশ। তার বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ কর্মসূত্রে হায়দরাবাদে(Hyderabad) থাকতেন মুকেশ কুমার। গত রবিবারই বিহারের সমস্তিপুরের(Samastipur) মুসরি গড়ারি এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন কয়েকদিনের জন্য। সোম রাতেই নিজের দাদার হাতে খুন হতে হল তাঁকে। জানা গিয়েছে ধৃত ব্যাক্তির নাম বিকাশ কুমার। এ দিন রাতে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা চরমে পৌঁছলে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে মুকেশকে খুন করে বিকাশ। এরপরই গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে সে। তবে গ্রামবাসীরা তাকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অপরাধের কথা নিজের মুখে স্বীকার করেছে বিকাশ। তার বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে গলা কেটে খুন, গ্রেফতার যুবক

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)